রাগ: পরজ-বসন্ত

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ ফাল্গুন, ১৩৪৫

রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ মার্চ, ১৯৩৯

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

২৩৩ (ogo swapnaswarupini)

ওগো স্বপ্নস্বরূপিণী, তব অভিসারের পথে পথে

     স্মৃতির দীপ জ্বালা ॥

          সেদিনেরই মাধবীবনে আজও তেমনি ফুল ফুটেছে

              তেমনি গন্ধ ঢালা ॥

                   আজি তন্দ্রাবিহীন রাতে   ঝিল্লিঝঙ্কারে স্পন্দিত পবনে

                             তব অঞ্চলের কম্পন সঞ্চারে।

          আজি   পরজে বাজে বাঁশি

যেন হৃদয়ে বহুদূরে আবেশবিহ্বল সুরে।

          বিকচ মল্লিমাল্যে তোমারে স্মরিয়া রেখেছি ভরিয়া ডালা ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.