রাগ: খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1926

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১৯০ (sei bhal sei bhalo)

     সেই ভালো সেই ভালো,     আমারে নাহয় না জানো।

     দূরে গিয়ে নয় দুঃখ দেবে,    কাছে কেন লাজে লাজানো ॥

মোর বসন্তে লেগেছে তো সুর,       বেণুবনছায়া হয়েছে মধুর--

          থাক-না এমনি গন্ধে-বিধুর মিলনকুঞ্জ সাজানো।

     গোপনে দেখেছি তোমার ব্যাকুল    নয়নে ভাবের খেলা।

     উতল আঁচল, এলোথেলো চুল,    দেখেছি ঝড়ের বেলা।

তোমাতে আমাতে হয় নি যে কথা      মর্মে আমার আছে সে বারতা--

          না বলা বাণীর নিয়ে আকুলতা    আমার বাঁশিটি বাজানো ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.