রাগ: মিশ্র গৌরী

তাল: কাহারবা-দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1296

রচনাকাল (খৃষ্টাব্দ): 1889

১৪৩ (ami nishidin tomay bhalobasi)

আমি    নিশিদিন তোমায় ভালোবাসি,

     তুমি     অবসরমত বাসিয়ো।

               নিশিদিন হেথায় বসে আছি,

তোমার    যখন মনে পড়ে আসিয়ো ॥

     আমি     সারানিশি তোমা-লাগিয়া

              রব বিরহশয়নে জাগিয়া--

তুমি     নিমেষের তরে প্রভাতে

     এসে    মুখপানে চেয়ে হাসিয়ো ॥

তুমি    চিরদিন মধুপবনে

     চির-    বিকশিত বনভবনে

যেয়ো    মনোমত পথ ধরিয়া

     তুমি    নিজ সুখস্রোতে ভাসিয়ো।

          যদি     তার মাঝে পড়ি আসিয়া

তবে     আমিও চলিব ভাসিয়া,

     যদি      দূরে পড়ি তাহে ক্ষতি কী--

               মোর    স্মৃতি মন হতে নাশিয়ো ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.