রাগ: খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1331

রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১২৮ (mor swapan tarir ke tui)

          মোর    স্বপন-তরীর কে তুই নেয়ে।

     লাগল পালে নেশার হাওয়া, পাগল পরান চলে গেয়ে।

আমায়  ভুলিয়ে দিয়ে যা     তোর     দুলিয়ে দিয়ে না,

              ও তোর     সুদূর ঘাটে চল্‌ রে বেয়ে।

আমার  ভাবনা তো সব মিছে,    আমার      সব পড়ে থাক্‌ পিছে।

তোমারঘোমটা খুলে দাও         তোমার     নয়ন তুলে চাও,

              দাও      হাসিতে মোর পরান ছেয়ে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.