রাগ: কালাংড়া

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১০ আশ্বিন, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

রচনাস্থান: নাগর নদী

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

৫৩ (ami chahite esechhi)

আমি    চাহিতে এসেছি শুধু একখানি মালা

তব     নব প্রভাতের নবীন-শিশির-ঢালা ॥

হেরো   শরমে-জড়িত কত-না গোলাপ কত-না গরবি করবী,

ওগো,  কত-না কুসুম ফুটেছে তোমার মালঞ্চ করি আলা ॥

ওগো,  অমল শরত-শীতল-সমীর বহিছে তোমারি কেশে,

ওগো,  কিশোর-অরুণ-কিরণ তোমার অধরে পড়েছে এসে।

তব     অঞ্চল হতে বনপথে ফুল যেতেছে পড়িয়া ঝরিয়া--

ওগো,  অনেক কুন্দ অনেক শেফালি ভরেছে তোমার ডালা ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.