রাগ: কাফি-কানাড়া

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১২ অগ্রহায়ণ, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ নভেম্বর, ১৯২১

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১৭ (samay karo je nai)

সময় কারো যে নাই, ওরা চলে দলে দলে--

     গান হায় ডুবে যায় কোন্‌ কোলাহলে॥

          পাষাণে রচিছে কত কীর্তি ওরা সবে   বিপুল গরবে,

          যায় আর বাঁশি-পানে চায় হাসিছলে॥

বিশ্বের কাজের মাঝে জানি আমি জানি

     তুমি শোন মোর গানখানি।

          আঁধার মথন করি যবে লও তুলি    গ্রহতারাগুলি

              শোন যে নীরবে তব নীলাম্বরতলে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.