রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩ বৈশাখ, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৬ এপ্রিল, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২১ (tomar ananda oi)

                তোমার   আনন্দ ওই গো

তোমার     আনন্দ ওই এল দ্বারে, এল এল এল গো, ওগো পুরবাসী।

বুকের       আঁচলখানি      সুখের     আঁচলখানি--

দুখের       আঁচলখানি ধুলায় পেতে আঙিনাতে মেলো গো ॥

সেচন কোরো-- তার         পথে পথে সেচন কোরো--

পা           ফেলবে যেথায় সেচন কোরো গন্ধবারি,

              মলিন না হয় চরণ তারি--

তোমার     সুন্দর ওই গো--

তোমার     সুন্দর ওই এল দ্বারে, এল এল এল গো।

হৃদয়খানি--আকুল   হৃদয়খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো--

রেখো না,  রেখো না গো ধরে,   ছড়িয়ে ফেলো ফেলো গো ॥

তোমার     সকল ধন যে ধন্য হল   হল গো।

              বিশ্বজনের কল্যাণে আজ   ঘরের দুয়ার--

                        ঘরের দুয়ার খোলো গো।

              রাঙা হল-- রঙে রঙে রাঙা হল-- কার   হাসির রঙে

হেরো        রাঙা হল সকল গগন,   চিত্ত হল পুলক-মগন--

তোমার     নিত্য আলো এল দ্বারে, এল এল এল গো।

পরান প্রদীপ-- তোমার   পরান-প্রদীপ তুলে ধোরো ওই আলোতে-

                        রেখো না, রেখো না গো দূরে--

                                      ওই আলোতে জ্বেলো গো ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.