রাগ: বেহাগ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1299

রচনাকাল (খৃষ্টাব্দ): 1892

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

৬৯ (shudhu jaoya asa)

শুধু          যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা,

শুধু          আলো-আঁধারে কাঁদা-হাসা ॥

শুধু          দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া,

শুধু          দূরে যেতে যেতে কেঁদে চাওয়া,

শুধু          নব দুরাশায় আগে চ'লে যায়--

              পিছে ফেলে যায় মিছে আশা ॥

              অশেষ বাসনা লয়ে ভাঙা বল,

              প্রাণপণ কাজে পায় ভাঙা ফল,

              ভাঙা তরী ধ'রে ভাসে পারাবারে,

              ভাব কেঁদে মরে-- ভাঙা ভাষা।

              হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়,

              আধখানি কথা সাঙ্গ নাহি হয়,

              লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে

              শুধু আধখানি ভালোবাসা ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.