রাগ: ইমন-কীর্তন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ চৈত্র, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ): ১১ এপ্রিল, ১৯১৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৫৪ (oi sagarer dheue)

ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী, বাজল ভেরী।

কখন্‌ আমার খুলবে দুয়ার-- নাইকো দেরি, নাইকো দেরি॥

        তোমার তো নয় ঘরের মেলা, কোণের খেলা গো--

        তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরাফেরি॥

মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওয়া--

তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া।

        ভাঙল যাহা পড়ল ধুলায়    যাক্‌-না চুলায় গো--

        ভরল যা তাই দেখ্‌-না, রে ভাই, বাতাস ঘেরি, আকাশ ঘেরি॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.