শব্দ-চয়ন : ১ (shabdo chayan 1)


বাংলা ভাষায় গদ্য লিখতে নতুন শব্দের প্রয়োজন প্রতিদিনই ঘটে। অনেক দিন ধরে অনেক রকম লেখা লিখে এসেছি সেই উপলক্ষে অনেক শব্দ আমাকে বানাতে হল। কিন্তু প্রায়ই মনের ভিতরে খটকা থেকে যায়। সুবিধা এই যে বার বার ব্যবহারের দ্বারাই শব্দবিশেষের অর্থ আপনি পাকা হয়ে উঠে, মূলে যেটা অসংগত, অভ্যাসে সেটা সংগতি লাভ করে। তৎসত্ত্বে সাহিত্যের হট্টগোলে এমন অনেক শব্দের আমদানি হয়, যা ভাষাকে যেন চিরদিনই পীড়া দিতে থাকে। যেমন "সহানুভূতি'। এটা sympathy শব্দের তর্জমা। "সিম্প্যাথি'-র গোড়াকার অর্থ ছিল "দরদ'। ওটা ভাবের আমলের কথা, বুদ্ধির আমলের নয়। কিন্তু ব্যবহারকালে ইংরেজিতে "সিম্প্যাথি'-র মূল অর্থ আপন ধাতুগত সীমা ছাড়িয়ে গেছে। তাই কোনো একটা প্রস্তাব সম্বন্ধেও সিম্প্যাথি-র কথা শোনা যায়। বাংলাতেও আমরা বলতে আরম্ভ করেছি "এই প্রস্তাবে আমার সহানুভূতি আছে'। বলা উচিত "সম্মতি আছে' বা "আমি এর সমর্থন করি'। যা-ই হোক্‌-- সহানুভূতি কথাটা যে বানানো কথা এবং ওটা এখনো মানান-সই হয় নি তা বেশ বোঝা যায় যখন ও শব্দটাকে বিশেষণ করবার চেষ্টা করি। "সিম্প্যাথেটিক্‌'-এর কী তর্জমা হতে পারে, "সহানুভৌতিক, বা "সহানুভূতিশীল' বা "সহানুভূতিমান' ভাষায় যেন খাপ খায় না-- সেইজন্যেই আজ পর্যন্ত বাঙালি লেখক এর প্রয়োজনটাকেই এড়িয়ে গেছে। দরদের বেলায় "দরদী' ব্যবহার করি, কিন্তু সহানুভূতির বেলায় লজ্জায় চুপ ক'রে যাই। অথচ সংস্কৃত ভাষায় এমন একটি শব্দ আছে, যেটা একেবারেই তথার্থক। সে হচ্ছে "অনুকম্পা'। ধ্বনিবিজ্ঞানে ধ্বনি ও বাদ্যযন্ত্রের তারের মধ্যে সিম্প্যাথি-র কথা শোনা যায়-- যে সুরে বিশেষ কোনো তার বাঁধা, সেই সুর শব্দিত হলে সেই তারটি অনুধ্বনিত হয়। এই তো "অনুকম্পন'। অন্যের বেদনায় যখন আমার চিত্ত ব্যথিত হয়, তখন সেই তো ঠিক "অনুকম্পা'। "অনুকম্পায়ী' কথাটা সংস্কৃতে আছে। "অনুকম্পাপ্রবণ' শব্দটাও মন্দ শোনায় না। "অনুকম্পালু' বোধ করি ভালোই চলে। মুশকিল এই যে, দখলের দলিলটাই ভাষায় স্বত্বের দলিল হয়ে ওঠে। কেবলমাত্র এই কারণেই "কান, সোনা, চুন, পান' শব্দগুলোতে মূর্ধন্য ণ-য়ের অনধিকার নিরোধ করা এত দুঃসাধ্য হয়েছে। ছাপাখানার অক্ষর-যোজকেরা সংশোধন মানে না। তাদের প্রশ্ন করা যেতে পারত যে, কানের এক "সোনায়' যদি মূর্ধন্য ণ লাগল, তবে অন্য "শোনায়' কেন দন্ত্য ন লাগে। "শ্রবণ' শব্দের র-ফলা লোপ হবার সঙ্গে সঙ্গে তার মূর্ধন্য ণ সংস্কৃত ব্যাকরণ মতেই দন্ত্য ন হয়েছে। অথচ "স্বর্ণ' শব্দ যখন রেফ বর্জন ক'রে "সোনা' হল, তখন মূর্ধন্য ণ-য়ের বিধান কোন্‌ মতে হয়? হাল আমলের নতুন সংস্কৃত-পোড়োরা "সোনা'কে শোধন ক'রে নিয়েছেন, তাঁদের স্বকল্পিত ব্যাকরণবিধির দ্বারা-- এখন দখল প্রমাণ ছাড়া স্বত্বের অন্য প্রমাণ অগ্রাহ্য হয়ে গেল। "শ্রবণ' শব্দের অপভ্রংশ শোনা শব্দ যখন বাংলা ভাষায় বানান-দেহ ধারণ করেছিল, তখন বিদ্যাসাগর প্রভৃতি প্রাচীন পণ্ডিতেরা বিধানকর্তা ছিলেন-- সেদিনকার বানানে কান সোনা প্রভৃতিরও মূর্ধন্যত্ব প্রাপ্তি হয় নি। কৃষ্ণ শব্দজাত কানাই শব্দে আজও দন্ত্য ন চলছে, বর্ণ (বর্ণ যোজন) শব্দজাত বানান শব্দে আজও মূর্ধন্য ণ-এর প্রবেশ ঘটে নি তাতে কি পাণ্ডিত্যের খর্বতা ঘটেছে?

 

কিছুকাল পূর্বে যখন ভারতশাসনকর্তারা "ইন্টার্‌ন্‌' শুরু করলেন, তখন খবরের কাগজে তাড়াতাড়ি একটা শব্দ সৃষ্টি হয়ে গেল-- "অন্তরীণ'। শব্দসাদৃশ্য ছাড়া এর মধ্যে আর কোনো যুক্তি নেই। বিশেষণে ওটা কী হতে পার, তাও কেউ ভাবলেন না। Externment-কে কি বলতে হবে "বহিরীণ'? অথচ "অন্তরায়ণ, অন্তরায়িত, বহিরায়ণ, বহিরায়িত' ব্যবহার করলে আপত্তির কারণ থাকে না, সকল দিকে সুবিধাও ঘটে।

 

নূতন সংঘটিত শব্দের মধ্যে কদর্যতায় শ্রেষ্ঠত্ব লাভ করেছে "বাধ্যতামূলক শিক্ষা'। প্রথমত শিক্ষার মূলের দিকে বাধ্যতা নয়, ওটা শিক্ষার পিঠের দিকে। বিদ্যাদান বা বিদ্যালাভই হচ্ছে শিক্ষার মূলে-- তার প্রণালীতেই "কম্পাল্‌শন্‌'। অথচ "অবশ্য-শিক্ষা' শব্দটা বলবামাত্র বোঝা যায় জিনিসটা কী। "দেশে অবশ্য-শিক্ষা প্রবর্তন করা উচিত'-- কানেও শোনায় ভালো, মনেও প্রবেশ করে সহজে। কম্পালসারি এডুকেশনের বাংলা যদি হয় "বাধ্যতামূলক শিক্ষা, "কম্পালসারি সাবজেক্ট' কি হবে "বাধ্যতামূলক পাঠ্য বিষয়'? তার চেয়ে "অবশ্য-পাঠ্য বিষয়', কি সংগত ও সহজ শোনায় না? "ঐচ্ছিক' (optional) শব্দটা সংস্কৃতে পেয়েছি, তারি বিপরীতে "আবশ্যিক' শব্দ ব্যবহার চলে কি না, পণ্ডিতদের জিজ্ঞাসা করি। ইংরেজিতে যে-সব শব্দ অত্যন্ত সহজ ও নিত্য প্রচলিত, দরকারের সময় বাংলায় তার প্রতিশব্দ সহসা খুঁজে পাওয়া যায় না, তখন তাড়াতাড়ি যা হয় একটা বানিয়ে দিতে হয়। সেটা অনেক সময় বেখাপ হয়ে দাঁড়ায়, অনেক সময় মূল ভাবটা ব্যবহার করাই স্থগিত থাকে। অথচ সংস্কৃত ভাষায় হয়তো তার অবিকল বা অনুরূপ ভাবের শব্দ দুর্লভ নয়। একদিন "রিপোর্ট' কথাটার বাংলা করবার প্রয়োজন হয়েছিল। সেটাকে বানাবার চেষ্টা করা গেল, কোনোটাই মনে লাগল না। হঠাৎ মনে পড়ল কাদম্বরীতে আছে "প্রতিবেদন'-- আর ভাবনা রইল না। "প্রতিবেদন, প্রতিবেদিত, প্রতিবেদক'-- যেমন ক'রেই ব্যবহার করো, কানে বা মনে কোথাও বাধে না। জনসংখ্যার অতিবৃদ্ধি "ওভারপপ্যুলেশন'-- বিষয়টা আজকাল খবরের কাগজের একটা নিত্য আলোচ্য; কোমর বেঁধে ওর একটা বাংলা শব্দ বানাতে গেলে হাঁপিয়ে উঠতে হয়-- সংস্কৃত শব্দকোষে তৈরি পাওয়া যায়, "অতিপ্রজন'। বিদ্যালয়ের ছাত্র সম্বন্ধে "রেসিডেন্ট', "নন্‌রেসিডেন্ট' বিভাগ করা দরকার, বাংলায় নাম দেব কী? সংস্কৃত ভাষায় সন্ধান করলে পাওয়া যায় "আবাসিক', অনাবাসিক'। সংস্কৃত শব্দভাণ্ডারে আমি কিছুদিন সন্ধানের কাজ করেছিলেম। যা সংগ্রহ করতে পেরেছি, তা শ্রীযুক্ত সুনীতিকুমারের প্ররোচনায় প্রকাশ করবার জন্য তাঁর হাতে অর্পণ করলুম। অন্তত এর অনেকগুলি শব্দ বাংলা লেখকদের কাজে লাগবে ব'লে আমার বিশ্বাস।

 

অকর্মান্বিত--unemployed

 

অক্ষিভিষক্‌--oculist

 

অঘটমান--incongruous, incoherent

 

অঙ্কূয়ৎ--moving tortuously : অঙ্কূয়তী নদী

 

অঙ্গারিত--charred

 

অতিকথিত, অতিকৃত--exaggerated

 

অতিজীবন--survival

 

অতিদিষ্ট--overruled

 

অতিপরোক্ষ--far out of sight

 

অতিপ্রজন--over-population

 

অতিভৃত--well-filled

 

অতিমেমিষ চক্ষু--staring eyes

 

অতিষ্ঠা-- precedence

 

অতিষ্ঠাবান--superior in standing

 

অতিসর্গ--act of parting with

 

অতিসর্গ দান করা-- to bid anyone farewell

 

অতিসর্পণ--to glide or creep over

 

অতিসারিত--made to pass through

 

অতিস্রুত--that which has been flowing over

 

অত্যন্তগত--completely pertinent, always applicable

 

অত্যন্তীন--going far

 

অত্যুর্মি--bubbling over

 

অধঃখাত--undermined

 

অধিকর্মা-- superintendent

 

অধিজানু--on the knees

 

অধিবক্তা--advocate

 

অধিষ্ঠায়কবর্গ--governing body

 

অনপক্ষেপ্য--not to be rejected

 

অনপেক্ষিত--unexpected

 

অনাত্ম্য--impersonal

 

অনাপ্ত--unattained

 

অনাপ্য--unattainable

 

অনাবাসিক--non-resident

 

অনাবেদিত--not notified

 

অনায়ক--having no leader

 

অনায়তন--groundless

 

অনায়ুষ্য--fatal to long life

 

অনারত--without interruption

 

অনার্তব--unseasonable

 

অনালম্ব--unsupported

 

অনাস্থান--having no basis or fulcrum

 

অনিকামতঃ--involuntarily

 

অনিজক--not one's own

 

অনিন--feeble, inane

 

অনিভৃত--not private, public

 

অনির্বিদ--undesponding

 

অনিষ্ঠা-- unsteadiness

 

অনীহা-- apathy

 

অনুকম্পায়ী--condoling

 

অনুকল্প--alternative

 

অনুকাঙক্ষা-- longing

 

অনুকাল--opportune

 

অনুকীর্ণ--crammed

 

অনুকীর্তন--proclaiming, publishing

 

অনুক্রকচ--serrated

 

অনুগামুক--habitually following

 

অনুজ্ঞা--permission

 

অনুজ্ঞাত--allowed

 

অনুতূন্ন--muffied (sound)

 

অনুদত্ত-- remitted

 

অনুদেশ--reference to something prior

 

অনুপর্বত--promontory

 

অনুপার্শ্ব--lateral

 

অনুযাত্র--retinue

 

অনুরথ্যা--side-road

 

অনুলাপ--repetition

 

অনুষঙ্গ--association

 

অন্তঃপাতিত--inserted

 

অন্তম--intimate

 

অন্তয্য [অন্তর্য]--interior

 

অন্তরায়ণ--internment

 

অন্তরীয়--under-garment

 

অন্তর্জাত--inborn

 

অন্তর্ভৌম--subterranean

 

অন্তশ্ছেদ--intercept

 

অপক্ষেপ--reject

 

অপচেতা-- spendthrift

 

অপণ্য--not for sale, unsalable

 

অপপাঠ--wrong reading

 

অপম--the most distant

 

অপলিখন--to scrape off

 

অপশব্দ--vulgar speech

 

অপহাস--a mocking laugh

 

অপাটব--awkwardness

 

অপ্রতিষ্ঠ--unstable

 

অপ্রভ--obscure

 

অপ্‌সুদীক্ষা-- baptism

 

অবঘোষণা-- announcement

 

অবধুলন--scattering over

 

অবমতি--contempt

 

অবমন্তব্য--contemptible

 

অবরপুরুষ--descendant

 

অবরার্ধ--the least part

 

অবর্জনীয়--inevitable

 

অবশ্চুত--trickled down

 

অবস্থাপন--exposing goods for sale

 

অবিতর্কিত--unforeseen

 

অবুদ্ধিপূর্ব--not preceded by intelligence

 

অবেক্ষা-- observaton

 

অভয়দক্ষিণা-- promise of protection from danger

 

অভয়পত্র--a safe conduct

 

অভিজ্ঞানপত্র--certificate

 

অভিসমবায়--association

 

অভ্যাঘাত--interruption

 

অরত--apathetic

 

অর্থপদবী--path of advantage

 

অর্ম--ruins, rubbish

 

অল্পোন--slightly deficient

 

অশ্রি--angle, sharp side of anything

 

অসংপ্রতি--not according to the moment

 

অস্তব্যস্ত--scattered, confused

 

আকরিক, আখনিক--miner

 

আকল্প--design

 

আকৃত--shaped

 

আগামিক--incoming

 

আঙ্গিক--technique: আঙ্গিকভাব

 

আচয়--collection

 

আচিত--collected

 

আত্মকীয়, আত্মনীয়, আত্মনী--one's own, original

 

আত্মতা-- essence

 

আত্মবিবৃদ্ধি--self-aggrandisement

 

আত্যয়িক--urgent

 

আনৈপুণ্য--clumsiness

 

আপতিক--accidental

 

আপাতমাত্র--being only momentary

 

আবাসিক--resident

 

উক্তপ্রত্যুক্ত--discourse

 

উচ্চয় অপচয়--rise and fall

 

উচ্চণ্ড--very passionate

 

উচ্ছিষ্ট কল্পনা-- stale invention

 

উচ্ছ্রায়, উচ্ছৃতি--elevation

 

উৎপারণ--to transport over

 

উত্তত--stretching oneself upwards

 

উত্তভিত--upheld, uplifted

 

উদ্‌গর্জিত--bursting out roaring

 

উদ্‌ঘোষ--loud-sounding

 

উদ্ধর্ষ--courage to undertake anything

 

উদ্‌বাসিত--deported

 

উদ্যোগসমর্থ--capable of exertion

 

উন্মিতি--measure of altitude

 

উন্মুখর--loud-sounding

 

উন্মুদ্র--unsealed

 

উন্মৃষ্ট--rubbed off

 

উপজ্ঞা--untaught or primitive knowledge

 

উপধুপন--fumigation

 

উপনদ্ধ--inlaid

 

উপনিপাত--national calamities

 

উপপাত--accident

 

উপপুর--suburb

 

উপস্কর--apparatus

 

উল্বণ নাদ--shrill sound

 

ঊনতা-- deficiency

 

ঊর্মিমান, ঊর্মিল--undulating

 

একতৎপর--solely intent on

 

একায়ন--footpath

 

ঐকাঙ্গ--bodyguard

 

ঐকাত্ম্য--identity

 

ঐচ্ছিক--optional

 

ঐতিহ্য--tradition, traditional

 

কণাকার--granular

 

কম্বুরেখা-- spiral

 

কম্র--loving, beautiful

 

করণতা-- instrumentality

 

কাব্যগোষ্ঠী--a conversation on poetry

 

কাম্যব্রত--voluntary vow (with special aim)

 

কারু, কারুক--artisan

 

কালকরণ--appointing time

 

কালসম্পন্ন--bearing a date

 

কালাতিক্রমণ--lapse of time

 

কালান্তর--intermediate time

 

কির্বির, কির্মীর,-- variegated colour, Ljѣla

 

কুটিল রেখা-- curved line

 

কুলব্রত--family tradition

 

কুশলতা-- cleverness

 

কূণিত--contracted

 

কৃতাভ্যাস--trained

 

কৃশিত--emaciated

 

কেবলকর্মী--performing mere works without intelligence

 

কেলিসচিব--minister of the sports

 

ক্রমভঙ্গ--interruption of order

 

ক্রয়লেখ্য--deed of sale

 

ক্ষয়িষ্ণু--perishable

 

ক্ষিপ্রনিশ্চয়--one who decides quickly

 

গণক-মহামাত্র--finance minister

 

গর্গর--whirlpool, eddy

 

গীতক্রম--arrangement of a song

 

গুম্ফন--grouping

 

গৃহব্রত--devoted to home

 

গেহেশূর--carpet-knight

 

গোত্রপট--genealogical table

 

গোপ্রতার--ox-ford (যেখানে গোরু পার করে)

 

গ্রন্থকূটী--library

 

গ্রামকূট--congregation of villages

 

গ্লান--tried, emaciated

 

চক্রচর--world-trotter

 

চটুলালস--desirous of flattery

 

চতুর্ভূমিক--four-storied

 

চরিষ্ণু--movable

 

জড়াত্মক--inanimate, unintelligent

 

জড়াত্মা-- stupid

 

জনপ্রিয়--popular

 

জনসংসদ--assembly of men

 

জনাচার--popular usage

 

জরিষ্ণু--decaying

 

জ্ঞানসন্ততি--continuity of knowledge

 

তনিকা-- string,বীণার তার

 

তনুবাদ--rarified atmosphere

 

তন্তী-- string,বীণার তার

 

তরঙ্গরেখা-- curved line

 

তরস্থান--landing place

 

তরস্বতী, তরস্বিনী, তরস্বী--quick-moving

 

তরুণিমা-- juvenility

 

তাৎকালিক--simultaneous

 

তাৎকাল্য--simultaneousness

 

তীর্ণপ্রতিজ্ঞ--one who has fulfilled his promise

 

দিবাতন--diurnal

 

দুরভিসম্ভব--difficult to be performed

 

দুর্গত কর্ম--relief work employment offered to the famine-stricken

 

দুর্মর--dying hard (diehard)

 

দৃপ্র--arrogant

 

দ্বয়বাদী--double tongued

 

দ্বারকপাট--leaf of a door

 

দ্রপ্স--a drop

 

দ্রপ্সী--falling in drops

 

দ্রব্যত্ব--substance, substantiality

 

দ্রাংক্ষণ--discordant sound

 

দ্রাঘিত--lengthened

 

দ্রোহবুদ্ধি--maliciously minded

 

ধূম্রিমা-- obscurity

 

নঙর্থক [নঞর্থক]--negative

 

নভস--misty, vapoury

 

নাব্য--navigable

 

নিমিশ্ল--attached to

 

নির্গামিক--outgoing

 

নির্নিক্ত--polished

 

নির্বাসিক--non-resident

 

নিষ্কাসিত--expelled

 

নীরক্ত--colourless faded

 

পণ্যসিদ্ধি--prosperity in trade

 

পতিম্বরা-- a woman who chooses her husband

 

পরাচিত--nourished by another, parasite

 

পরিলিখন--outline or sketch

 

পরিস্রাবণ--filtering

 

পরুত্তন--belonging to the last year

 

পর্পরীণ--vein of a leaf

 

পর্যায়চ্যুত--superseded, supplanted

 

পাদাবর্ত--a wheel worked by feet for raising water

 

পারণীয়--capable of being completed

 

পিচ্চট--pressed flat, চ্যাপ্‌টা

 

পুটক--pocket

 

পুনর্বাদ--tautology

 

পুরন্ধ্রী--matron

 

পূর্বরঙ্গ--prelude or prologue of a drama

 

পৃচ্ছনা, পৃচ্ছা-- spirit of enquiry

 

পৃথগাত্মা-- individual

 

পৃথগাত্মিকতা-- individuality

 

প্রচয়--collection

 

প্রচয়ন--collecting

 

প্রচয়িকা -- [collection]

 

প্রচিত--collected

 

প্রণোদন--driving

 

প্রতিক্রম--reversed or inverted order

 

প্রতিচারিত--circulated

 

প্রতিজ্ঞাপত্র--promissory note

 

প্রতিপণ--barter

 

প্রতিপতি--a counterpart

 

প্রতিবাচক--answer

 

প্রতিভা-- কারয়িত্রী--genius for action

 

প্রতিভা-- ভাবয়িত্রী--genius for ideas, or imagination

 

প্রতিমান--a model, pattern

 

প্রতিলিপি--a copy, transcript

 

প্রতীপগমন--retrograde movement

 

প্রত্যক্ষবাদী--one who admits of no other evidence than perception by the senses

 

প্রত্যক্ষসিদ্ধ--determined by evidence of the sense

 

প্রত্যভিজ্ঞা, প্রত্যভিজ্ঞান--recognition

 

প্রত্যভিনন্দন, প্রত্যর্চন--returning a salutation

 

প্রত্যরণ্য--near or in a forest

 

প্রত্যুজ্জীবন--returning to life

 

প্রথম কল্প--a primary or principal rule

 

প্রপাঠ, প্রপাঠক--chapter of a book

 

প্রবাচন--proclamation

 

প্রলীন--dissolved

 

প্রসাধিত--ornamented

 

প্রাগ্রসর--foremost, progressive

 

প্রাণবৃত্তি--vital function

 

প্রাণাহ--cement used in building

 

প্রাতস্তন--matutinal

 

প্রাতিভজ্ঞান--intuitive knowledge

 

প্রেক্ষণিকা-- exhibition

 

প্রেক্ষার্থ--for show

 

প্রোল্লোল--moving to and fro

 

প্রৌঢ়যৌবন--prime of youth

 

বর্তিষ্ণু--stationary

 

বশঙ্গম--influenced

 

বস্তুমাত্রা-- mere outline of any subject

 

বাগ্‌জীবন--buffoon

 

বাগডম্বর--grandiloquence

 

বাগ্‌ভাবক--[promoting speech, with a taste for words]

 

বাতপ্রাবর্তিম--irrigation by wind-power

 

বিচিতি--collection

 

বিষয়ীকৃত--realised

 

বৃত--elected

 

ভঙ্গিবিকার--distortion of features

 

ভবিষ্ণু--progressing

 

ভিন্নক্রম--out of order

 

ভূমিকা--বাড়ির তলা,

 

      যথা : চতুর্ভূমিক--four-storied

 

ভেষজালয়--dispensary

 

ভ্রাতৃব্য--cousin

 

মণ্ডল কবি--a poet for the crowd

 

মনোহত--disappointed

 

মায়াত্মক--illusory

 

মুদ্রালিপি--lithograph

 

মুমূর্ষা-- desire of death

 

মৃদুজাতীয়--somewhat soft, weak

 

মৌল--aboriginal

 

যথাকথিত--as already mentioned

 

যথাচিন্তিত--as previously considered

 

যথাতথ--accurate

 

যথানুপূর্ব--according to a regular series

 

যথাপ্রবেশ--according as each one entered(সভাপ্রবেশ সম্বন্ধে)

 

যথাবিত্ত--according to one's means

 

যথামাত্র--according to a particular measure

 

যন্ত্রকর্মকার--machinist

 

যন্ত্রগৃহ--manufactory

 

যন্ত্রপেষণী, জাঁতা-- a hand-mill

 

যমল গান--duet song

 

রলরোল--wailing, lamenting

 

রোচিষ্ণু--elegant

 

লঘুখটি্‌বকা-- easy chair

 

লোককান্ত-- popular

 

লোকগাথা-- folk verses

 

লোকবিরুদ্ধ--opposed to public opinion

 

শক্তিকুণ্ঠন--deadening of a faculty

 

শঙ্কাশীল--hesitating or diffident disposition

 

শয়নবাস--sleeping garment

 

শিঞ্জা, শিঞ্জান--tinkling sound

 

শিথির--flexible, pliant

 

--loose

 

শিল্পজীবী--an artisan

 

শিল্পবিধি--rules of art

 

শিল্পালয়--[art institute]

 

শ্মীল--winking, blinking

 

শ্লক্ষ্ণ--slippery, polished

 

শ্লথোদ্যম--relaxing one's effort

 

সংকেতমিলিত--met by appointment

 

সংকেতকেতন স্থান--a place of assignation

 

সংক্রমণকা-- a gallery

 

সংরাগ--passion, vehemence

 

সংলাপ--conversation

 

সৎকলা-- a fine art

 

সদ্যস্ক, সদ্যস্তন--belonging to the present day

 

সময়চ্যুতি--neglect of the right time

 

সমাহর্তা-- collector-general

 

সমূহকার্য--business of a community

 

সম্প্রতিবিদ্‌--knowing only the present, not what is beyond

 

সহজপ্রণেয়--easily led

 

সহধূরী--colleague

 

সাংকথ্য--conversation

 

সাত্ত্বিক ভাবক--[promoting the quality of purity]

 

সীতাধ্যক্ষ--the head of the agricultural department

 

সীমাসন্ধি--meeting of two boundaries

 

সুশ্লক্ষ্ণ--delicate

 

সৃপ্ত--slipped out or into

 

সৃপ্র--slippery, lithesome, supple

 

সৌচিক--tailor

 

স্ত্রীদ্বেষী--misogynist

 

স্ত্রীময়--effiminate, womanish

 

স্ফায়িত--expanding

 

স্ফির--tremulous

 

স্বগোচর--one's own sphere or range

 

স্বচর--self-moving

 

স্বপ্রভুতা-- arbitrary power

 

স্ববহিত--self-impelled

 

স্ববিধি--own rule or method

 

স্বমনীষা-- own judgement or opinion

 

স্বয়মুক্তি--voluntary testimony

 

স্বয়ম্বশ--independent

 

স্বয়ম্বহ--self-moving

 

স্বয়ম্ভৃত, স্বয়ম্ভর--self-supporting

 

স্বসম্বেদ্য--intelligible only to one's self

 

স্বসিদ্ধ--spontaneously effected

 

স্বাবমাননা-- self-contempt

 

স্বৈরবর্তী--following one's own inclination

 

স্রস্তর, স্রস্তরা-- couch, sofa

 

স্রোতযন্ত্রপ্রাবর্তিম--[water-power irrigation]

 

হস্তপ্রাবর্তিম--[hand-power motion irrigation]

 

হৃদয়ভাবক--[promoting the feeling and sensations moved by sentiments]

 

  •  
  •  
  •  
  •  
  •