১৩ (dirgho dukkhoratri jodi)

দীর্ঘ দুঃখরাত্রি যদি

এক অতীতের প্রান্ততটে

খেয়া তার শেষ করে থাকে,

তবে নব বিস্ময়ের মাঝে

বিশ্বজগতের শিশুলোকে

জেগে ওঠে যেন সেই নূতন প্রভাতে

জীবনের নূতন জিজ্ঞাসা।

পুরাতন প্রশ্নগুলি উত্তর না পেয়ে

অবাক্‌ বুদ্ধিরে যারা সদা ব্যঙ্গ করে,

বালকের চিন্তাহীন লীলাচ্ছলে

সহজ উত্তর তার পাই যেন মনে

সহজ বিশ্বাসে--

যে বিশ্বাস আপনার মাঝে তৃপ্ত থাকে,

করে না বিরোধ,

আনন্দের স্পর্শ দিয়ে সত্যের প্রত্যয় দেয় এনে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.