আশীর্বাদী (ashirbadi 1)

  কল্যাণীয় শ্রীযুক্ত যতীন্দ্রমোহন বাগচীর সংবর্ধনা উপলক্ষে

আমরা তো আজ পুরাতনের কোঠায়,

           নবীন বটে ছিলেম কোনো কালে।

বসন্তে আজ কত নূতন বোঁটায়

           ধরল কুঁড়ি বাণীবনের ডালে।

কত ফুলের যৌবন যায় চুকে

           একবেলাকার মৌমাছিদের প্রেমে,

মধুর পালা রেণুকণার মুখে

           ঝরা পাতায় ক্ষণিকে যায় থেমে।

      

ফাগুনফুলে ভরেছিলে সাজি,

           শ্রাবণমাসে আনো ফলের ভিড়।

সেতারেতে ইমন উঠে বাজি

           সুরবাহারে দিক কানাড়ার মিড়।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.