৫৬ (trase laje notoshire nityo nirobodhi)

ত্রাসে লাজে নতশিরে নিত্য নিরবধি

অপমান অবিচার সহ্য করে যদি

তবে সেই দীন প্রাণে তব সত্য হায়

দন্ডে দন্ডে ম্লান হয়। দুর্বল আত্মায়

তোমারে ধরিতে নারে দৃঢ়নিষ্ঠাভরে।

ক্ষীণপ্রাণ তোমারেও ক্ষুদ্রক্ষীণ করে

আপনার মতো-- যত আদেশ তোমার

পড়ে থাকে, আবেশে দিবস কাটে তার।

পুঞ্জ পুঞ্জ মিথ্যা আসি গ্রাস করে তারে

চতুর্দিকে। মিথ্যা মুখে, মিথ্যা ব্যবহারে,

মিথ্যা চিত্তে, মিথ্যা তার মস্তক মাড়ায়ে--

না পারে তাড়াতে তারে উঠিয়া দাঁড়ায়ে।

অপমানে নতশির ভয়ে-ভীত জন

মিথ্যারে ছাড়িয়া দেয় তব সিংহাসন।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.