৫০ (tomare shotodha kori khudro kori)

তোমারে শতধা করি ক্ষুদ্র করি দিয়া

মাটিতে লুটায় যারা তৃপ্ত-সুপ্ত হিয়া

সমস্ত ধরণী আজি অবহেলাভরে

পা রেখেছে তাহাদের মাথার উপরে।

মনুষ্যত্ব তুচ্ছ করি যারা সারাবেলা

তোমারে লইয়া শুধু করে পূজা-খেলা

মুগ্ধভাবভোগে, সেই বৃদ্ধ শিশুদল

সমস্ত বিশ্বের আজি খেলার পুত্তল।

তোমারে আপন-সাথে করিয়া সমান

যে খর্ব বামনগণ করে অবমান

কে তাদের দিবে মান! নিজ মন্ত্রস্বরে

তোমারেই প্রাণ দিতে যারা স্পর্ধা করে

কে তাদের দিবে প্রাণ! তোমারেও যারা

ভাগ করে, কে তাদের দিবে ঐক্যধারা!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.