১৪ (tomar osime pranmon loye)

            তোমার অসীমে প্রাণমন লয়ে

                   যত দূরে আমি যাই

            কোথাও দুঃখ কোথাও মৃত্যু

                   কোথা বিচ্ছেদ নাই।

মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ,

দুঃখ সে হয় দুঃখের কূপ

তোমা হতে যবে স্বতন্ত্র হয়ে

       আপনার পানে চাই।

            হে পূর্ণ, তব চরণের কাছে

            যাহা-কিছুসব আছে আছে আছে--

            নাই নাই ভয়, সে শুধু আমারি--

                   নিশিদিন কাঁদি তাই।

অন্তরগ্লানি সংসারভার

পলক ফেলিতে কোথা একাকার

তোমার স্বরূপ জীবনের মাঝে

       রাখিবারে যদি পাই।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.