৪০ (tomaar ingitakhaani dekhi ni jakhan)

তোমার ইঙ্গিতখানি দেখি নি যখন

ধূলিমুষ্টি ছিল তারে করিয়া গোপন।

যখনি দেখেছি আজ, তখনি পুলকে

নিরখি ভুবনময় আঁধারে আলোকে

জ্বলে সে ইংগিত; শাখে শাখে ফুলে ফুলে

ফুটে সে ইঙ্গিত; সমুদ্রের কূলে কূলে

ধরিত্রীর তটে তটে চিহ্ন আঁকি ধায়

ফেনাঙ্কিত তরঙ্গের চূড়ায় চূড়ায়

দ্রুত সে ইঙ্গিত; শুভ্রশীর্ষ হিমাদ্রির

শৃঙ্গে  শৃঙ্গে  ঊর্ধ্বমুখে জাগি রহে স্থির

স্তব্ধ সে ইংগিত।

তখন তোমার পানে

বিমুখ হইয়া ছিনু কি লয়ে কে জানে!

বিপরীত মুখে তারে পড়েছিনু, তাই

বিশ্বজোড়া সে লিপির অর্থ বুঝি নাই।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.