৩২ (nirjan shayan maajhe kaali raatribelaa)

নির্জন শয়ন-মাঝে কালি রাত্রিবেলা

ভাবিতেছিলাম আমি বসিয়া একেলা

গতজীবনের কত কথা; হেন ক্ষণে

শুনিলাম তুমি কহিতেছ মোর মনে--

"ওরে মত্ত ওরে মুগ্ধ, ওরে আত্মভোলা,

রেখেছিলি আপনার সব দ্বার খোলা;

চঞ্চল এ সংসারের যত ছায়ালোক,

যত ভুল, যত ধূলি, যত দুঃখশোক,

যত ভালোমন্দ, যত গীতগন্ধ লয়ে

বিশ্ব পশেছিল তোর অবাধ আলয়ে।

সেই সাথে তোর মুক্ত বাতায়নে আমি

অজ্ঞাতে অসংখ্য বার এসেছিনু নামি।

দ্বার রুধি জপিতিস মোর নাম

কোন্‌ পথ দিয়ে তোর চিত্তে পশিতাম!'

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.