২৪ (maajhe maajhe katabaar bhaabi)

মাঝে মাঝে কতবার ভাবি কর্মহীন

আজ নষ্ট হল বেলা, নষ্ট হল দিন।

নষ্ট হয়  নাই, প্রভু, সে-সকল ক্ষণ--

আপনি তাদের তুমি করেছ গ্রহণ

ওগো অন্তর্যামী দেব। অন্তরে অন্তরে

গোপনে প্রচ্ছন্ন রহি কোন্‌ অবসরে

বীজেরে অঙ্কুররূপে তুলেছ জাগায়ে,

মুকুলে প্রস্ফুটবর্ণে দিয়েছ রাঙায়ে,

ফুলেরে করেছ ফল রসে সুমধুর

বীজে পরিণত গর্ভ।

     আমি নিদ্রাতুর

আলশ্যশয্যায় 'পরে শ্রান্তিতে মরিয়া

ভেবেছিনু সব কর্ম রহিল পড়িয়া।

প্রভাতে জাগিয়া উঠি মেলিনু নয়ন,

দেখিনু ভরিয়া আছে আমার কানন।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.