৩৪ (kaare dur naahi kara jata kari daan)

কারে দূর নাহি কর। যত করি দান

তোমারে হৃদয় মন, তত হয় স্থান

সবারে লইতে প্রাণে। বিদ্বেষ যেখানে

দ্বার হতে কারেও তাড়ায় অপমানে

তুমি সেই সাথে যাও; যেথা অহংকার

ঘৃণাভরে ক্ষুদ্রজনে রুদ্ধ করে দ্বার

সেথা হতে ফির তুমি; ঈর্ষা চিত্তকোণে

বসি বসি ছিদ্র করে তোমারি আসনে

তপ্ত শূলে। তুমি থাক,যেথায় সবাই

সহজে খুঁজিয়া পায় নিজ নিজ ঠাঁই।

ক্ষুদ্র রাজা আসে যবে, ভৃত্য উচ্চরবে

হাঁকি কহে, "সরে যাও, দূরে যাও সবে।'

মহারাজ তুমি যবে এস, সেই সাথে

নিখিল জগৎ আসে তোমারি পশ্চাতে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.