৫৭ (he sokol ishworer porom ishwor)

হে সকল ঈশ্বরের পরম ঈশ্বর,

তপোবনতরুচ্ছায়ে মেঘমন্দ্রস্বর

ঘোষণা করিয়াছিল সবার উপরে

অগ্নিতে, জলেতে, এই বিশ্বচরাচরে,

বনস্পতি ওষধিতে এক দেবতার

অখন্ড অক্ষয় ঐক্য। সে বাক্য উদার

এই ভারতেরি।

যাঁরা সবল স্বাধীন

নির্ভয় সরলপ্রাণ, বন্ধনবিহীন

সদর্পে ফিরিয়াছেন বীর্যজ্যোতিষ্মান

লঙ্ঘিয়া অরণ্য নদী পর্বত পাষাণ

তাঁরা এক মহান বিপুল সত্য-পথে

তোমারে লভিয়াছেন নিখিল জগতে।

কোনোখানে না মানিয়া আত্মার নিষেধ

সবলে সমস্ত বিশ্ব করেছেন ভেদ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.