আগন্তুক (agantuk)

ওগো সুখী প্রাণ, তোমাদের এই

     ভব-উৎসব-ঘরে

অচেনা অজানা পাগল অতিথি

     এসেছিল ক্ষণতরে।

ক্ষণেকের তরে বিস্ময়-ভরে

     চেয়েছিল চারি দিকে

বেদনা-বাসনা-ব্যাকুলতা-ভরা

     তৃষাতুর অনিমিখে।

উৎসববেশ ছিল না তাহার,

     কন্ঠে ছিল না মালা,

কেশপাশ দিয়ে বাহিরিতেছিল

     দীপ্ত অনলজ্বালা।

তোমাদের হাসি তোমাদের গান

     থেমে গেল তারে দেখে,

শুধালে না কেহ পরিচয় তার,

     বসালে না কেহ ডেকে।

কী বলিতে গিয়ে বলিল না আর,

     দাঁড়ায়ে রহিল দ্বারে--

দীপালোক হতে বাহিরিয়া গেল

     বাহির-অন্ধকারে।

তার পরে কেহ জান কি তোমরা

     কী হইল তার শেষে?

কোন্‌ দেশ হতে এসে চলে গেল

     কোন্‌ গৃহহীন দেশে!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.