প্রভাতে (probhate)

এক রজনীর বরষনে শুধু

              কেমন করে

       আমার ঘরের সরোবর আজি

              উঠেছে ভরে।

       নয়ন মেলিয়া দেখিলাম ওই

       ঘন নীল জল করে থইথই,

       কূল কোথা এর, তল মেলে কই,

              কহো গো মোরে--

       এক বরষায় সরোবর দেখো

              উঠেছে ভরে।

 

       কাল রজনীতে কে জানিত মনে

              এমন হবে

       ঝরঝর বারি তিমিরনিশীথে

              ঝরিল যবে--

       ভরা শ্রাবণের নিশি দু-পহরে

       শুনেছিনু শুয়ে দীপহীন ঘরে

       কেঁদে যায় বায়ু পথে প্রান্তরে

              কাতর রবে--

       তখন সে রাতে কে জানিত মনে

              এমন হবে।

 

       হেরো হেরো মোর অকূল অশ্রু-

              সলিলমাঝে

       আজি এ অমল কমলকান্তি

              কেমনে রাজে।

       একটিমাত্র শ্বেত শতদল

       আলোকপুলকে করে ঢলঢল,

       কখন ফুটিল বল্‌ মোরে বল্‌

              এমন সাজে

       আমার অতল অশ্রুসাগর-

              সলিলমাঝে!

 

       আজি একা বসে ভাবিতেছি মনে

              ইহারে দেখি,

       দুখযামিনীর বুক-চেরা ধন

              হেরিনু এ কী।

       ইহারি লাগিয়া হৃদ্‌বিদারণ,

       এত ক্রন্দন, এত জাগরণ,

       ছুটেছিল ঝড় ইহারি বদন

              বক্ষে লেখি।

       দুখযামিনীর বুক-চেরা ধন

              হেরিনু এ কী।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.