মেঘ্‌লা শ্রাবণের বাদ্‌লা রাতি (mehgla shraboner badla rati)

মেঘ্‌লা শ্রাবণের         বাদ্‌লা রাতি,

          বাহিরে ঝড় বাতাস,

জান্‌লা রুধি ঘরে       জ্বালায়ে বাতি

          বন্ধু মিলি খেলে তাস।

বন্ধু পাঁচ জনে           বসিয়া গৃহকোণে

          চিত্ত বড়োই উদাস,

কর্ম হাতে নাই,         কভু বা উঠে হাই

          কভু বা করে হা-হুতাশ।

বিরস ম্লান-মুখো,     মেজাজ বড়ো রুখো,

          শেষে বা বাধে হাতাহাতি!

আকাশ ঢাকা মেঘে,    বাতাস রেগেমেগে

          বাহিরে করে মাতামাতি।

অবন বলে ভাই          তর্কে কাজ নাই

          প্রমারা হোক এক বাজি --

সমর মুদি চোখ          বলিল তাই হোক

          সত্য কহে আছি রাজি।

বজ্র দিক জুড়ি           করিছে হুড়োমুড়ি

          হরিশ ভয়ে হত-বুলি,

গগন এক ধারে          কিছু না বলি কারে

          পলকে ছবি নিল তুলি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.