৮১ (tomar pujar chhale tomay bhulei thaki)

তোমার পূজার    ছলে তোমায়    ভুলেই থাকি।

বুঝতে নারি       কখন তুমি      দাও যে ফাঁকি।

ফুলের মালা       দীপের আলো   ধূপের ধোঁয়ার

পিছন হতে        পাই নে সুযোগ  চরণ ছোঁয়ার,

স্তবের বাণীর       আড়াল টানি     তোমায় ঢাকি।

তোমার পূজার    ছলে তোমায়    ভুলেই থাকি।

 

দেখব বলে         এই আয়োজন   মিথ্যা রাখি,

আছে তো মোর   তৃষা-কাতর     আপন আঁখি।

কাজ কী আমার   মন্দিরেতে        আনাগোনায়,

পাতব আসন      আপন মনের    একটি কোণায়;

সরল প্রাণে        নীরব হয়ে        তোমায় ডাকি।

তোমার পূজার    ছলে তোমায়    ভুলেই থাকি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.