৩৩ (osim dhon to achhe tomar)

অসীম ধন তো আছে তোমার

            তাহে সাধ না মেটে।

নিতে চাও তা আমার হাতে

            কণায় কণায় বেঁটে।

দিয়ে      তোমার রত্নমণি

            আমায় করলে ধনী,

   এখন দ্বারে এসে ডাক,

            রয়েছি দ্বার এঁটে।

 

আমায় তুমি কর দাতা

            আপনি ভিক্ষু হবে,

বিশ্বভুবন মাতল যে তাই

            হাসির কলরবে।

তুমি      রইবে না ওই রথে,

            নামবে ধুলাপথে,

   যুগযুগান্ত আমার সাথে

            চলবে হেঁটে হেঁটে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.