৯৬ (mor probhater ei prothom khaner)

মোর    প্রভাতের এই প্রথমখনের

                          কুসুমখানি,

তুমি    জাগাও তারে ওই নয়নের

                          আলোক হানি।

 

সে যে     দিনের বেলায় করবে খেলা হাওয়ায় দুলে,

রাতের    অন্ধকারে নেবে তারে বক্ষে তুলে;

            ওগো      তখনি তো গন্ধে তাহার

                        ফুটবে বাণী।

 

আমার    বীণাখানি পড়ছে আজি

                         সবার চোখে।

হেরো     তারগুলি তা'র দেখছে গুনে

                          সকল লোকে।

ওগো      কখন সে যে সভা ত্যেজে আড়াল হবে,

শুধু       সুরটুকু তার উঠবে বেজে করুণ রবে;

            যখন     তুমি তারে বুকের 'পরে

                                        লবে টানি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.