১০৫ (gan geye ke janay apon bedona)

গান গেয়ে কে জানায় আপন বেদনা?

      কোন্‌ সে তাপস আমার মাঝে

             করে তোমার সাধনা?

      চিনি নাই তো আমি তারে,

      আঘাত করি বারে বারে,

      তার বাণীরে হাহাকারে

             ডুবায় আমার কাঁদনা।

 

তারি পূজার মালঞ্চে ফুল ফুটে যে।

      দিনে রাতে চুরি ক'রে

             এনেছি তাই লুটে যে।

      তারি সাথে মিলব আসি,

      এক সুরেতে বাজবে বাঁশি,

      তখন তোমার দেখব হাসি,

             ভরবে আমার চেতনা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.