১১২ (ke bole sob fele jabi)

কে বলে সব ফেলে যাবি

             মরণ হাতে ধরবে যবে।

জীবনে তুই যা নিয়েছিস

             মরণে সব নিতে হবে।

  এই ভরা ভাণ্ডারে এসে

  শূন্য কি তুই যাবি শেষে।

  নেবার মতো যা আছে তোর

             ভালো করে নেই তুই তবে।

 

আবর্জনার অনেক বোঝা

             জমিয়েছিস যে নিরবধি,

বেঁচে যাবি, যাবার বেলা

             ক্ষয় করে সব যাস রে যদি।

  এসেছি এই পৃথিবীতে,

  হেথায় হবে সেজে নিতে,

  রাজার বেশে চল্‌ রে হেসে

             মৃত্যুপারের সে উৎসবে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.