১৩৫ (jokhon amay badho age pichhe)

       যখন আমায় বাঁধ আগে পিছে,

              মনে করি আর পাব না ছাড়া।

       যখন আমায় ফেল তুমি নীচে,

              মনে করি আর হব না খাড়া।

                  আবার তুমি দাও যে বাঁধন খুলে,

                  আবার তুমি নাও আমারে তুলে,

                  চিরজীবন বাহু-দোলায় তব

                    এমনি করে কেবলি দাও নাড়া।

 

       ভয় লাগায়ে তন্দ্রা কর ক্ষয়,

       ঘুম ভাঙায়ে তখন ভাঙ ভয়।

                    দেখা দিয়ে ডাক দিয়ে যাও প্রাণে,

                    তাহার পরে লুকাও যে কোন্‌খানে,

                    মনে করি এই হারালেম বুঝি,

                           কোথা হতে আবার যে দাও সাড়া।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.