সংযোজন - ৪ (tobo ganer sure hridoy)

তব           গানের সুরে হৃদয় মম রাখো হে রাখো ধরে,

       তারে        দিয়ো না কভু ছুটি।

তব        আদেশ দিয়ে রজনীদিন দাও হে দাও ভরে,

       প্রভু,        আমার বাহু দুটি।

তব        পলকহারা আলোক-দিঠি মরম-'পরে রাখো,

যত        শরমে মোর শরম দিয়ে নীরবে চেয়ে থাকো,

প্রভু,        সকল-ভরা ক্ষমায় তব রাখো আবৃত করে

       মোর           যেখানে যত ত্রুটি।

মোরে        দিয়ো না দিন সুখের আশে করিতে দিন গত

       শুধু              শয়ন-'পরে লুটি।

আমি        চাই নি যাহা তাই দিয়ো হে আপন ইচ্ছামতো

       আমার        ভরিয়া দুই মুঠি।

মোর        যতই তৃষা ততই কৃপা-বরষা এসো নেমে,

মোর        যত গভীর দৈন্য তত ভরিয়া তোলো প্রেমে,

মোর        যত কঠিন গর্ব তারে হানো ততই বলে--

       তাহা           পড়ুক পায়ে টুটি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.