৭৩ (pushpo diye maro jare)

পুষ্প দিয়ে মার যারে

       চিনল না সে মরণকে।

বাণ খেয়ে যে পড়ে, সে যে

       ধরে তোমার চরণকে।

সবার নীচে ধুলার 'পরে

ফেল যারে মৃত্যু-শরে

সে যে তোমার কোলে পড়ে--

      ভয় কী বা তার পড়নকে।

আরামে যার আঘাত ঢাকা,

      কলঙ্ক যার সুগন্ধ,

নয়ন মেলে দেখল না সে

      রুদ্র মুখের আনন্দ।

মজল না সে চোখের জলে,

পৌঁছল না চরণতলে,

তিলে তিলে পলে পলে

      ম'ল যেজন পালঙ্কে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.