৬৫ (megh bolechhe jabo jabo)

মেঘ বলেছে "যাব যাব',

           রাত বলেছে "যাই'।

সাগর বলে,"কূল মিলেছে,

           আমি তো আর নাই।'

        দুঃখ বলে, "রইনু চুপে

        তাঁহার পায়ের চিহ্নরূপে।'

        আমি বলে, "মিলাই আমি,

                আর কিছু না চাই।'

ভুবন বলে, "তোমার তরে

            আছে বরণমালা।'

গগন বলে, "তোমার তরে

            লক্ষ প্রদীপ জ্বালা।'

প্রেম বলে যে, "যুগে যুগে

তোমার লাগি আছি জেগে।'

মরণ বলে, "আমি তোমার

              জীবন-তরী বাই।'

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.