৪২ (kacha dhaner khete jemon)

কাঁচা ধানের ক্ষেতে যেমন

       শ্যামল সুধা ঢেলেছ গো,

তেমনি করে আমার প্রাণে

      নিবিড় শোভা মেলেছ গো।

যেমন করে কালো মেঘে

তোমার আভা গেছে লেগে

তেমনি করে হৃদয়ে মোর

      চরণ তোমার ফেলেছ গো।

বসন্তে এই বনের বায়ে

      যেমন তুমি ঢাল ব্যথা

তেমনি করে অন্তরে মোর

      ছাপিয়ে ওঠে ব্যাকুলতা।

দিয়ে তোমার রুদ্র আলো

বজ্র-আগুন যেমন জ্বাল

তেমনি তোমার আপন তাপে

      প্রাণে আগুন জ্বেলেছ গো।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.