স্মৃতি (smriti)

সে ছিল আরেক দিন এই তরী-'পরে,

কন্ঠ তার পূর্ণ ছিল সুধাগীতিস্বরে।

ছিল তার আঁখি দুটি ঘনপক্ষ্ণচ্ছায়,

সজল মেঘের মতো ভরা করুণায়।

কোমল হৃদয়খানি উদ্‌বেলিত সুখে,

উচ্ছ্বসি উঠিত হাসি সরল কৌতুকে।

পাশে বসি ব'লে যেত কলকণ্ঠকথা,

কত কী কাহিনী তার কত আকুলতা!

প্রত্যুষে আনন্দভরে হাসিয়া হাসিয়া

প্রভাত-পাখির মতো জাগাত আসিয়া।

স্নেহের দৌরাত্ম্য তার নির্ঝরের প্রায়

আমারে ফেলিত ঘেরি বিচিত্র লীলায়।

আজি সে অনন্ত বিশ্বে আছে কোন্‌খানে

তাই ভাবিতেছি বসি সজলনয়ানে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.