রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1312

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

২৫ (je tomay chhare chharuk)

     যে তোমায় ছাড়ে ছাড়ুক,    আমি তোমায় ছাড়ব না মা!

                        আমি    তোমার চরণ--

মা গো, আমি   তোমার চরণ করব শরণ,   আর কারো ধার ধারব না মা ॥

          কে বলে তোর দরিদ্র ঘর,    হৃদয় তোর রতনরাশি--

আমি    জানি গো তার মূল্য জানি,   পরের আদর কাড়ব না মা ॥

     মানের আশে দেশবিদেশে   যে মরে সে মরুক ঘুরে--

তোমার   ছেঁড়া কাঁথা আছে পাতা,   ভুলতে সে যে পারব না মা!

     ধনে মানে লোকের টানে     ভুলিয়ে নিতে চায় যে আমায়--

ও মা,    ভয় যে জাগে শিয়র-বাগে,কারো কাছেই হারব না মা ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.