৩২ (ekhan ar deri nay)

          এখন   আর দেরি নয়, ধর্‌ গো তোরা   হাতে হাতে ধর্‌ গো।

          আজ     আপন পথে ফিরতে হবে     সামনে মিলন-স্বর্গ ॥

ওরে    ওই উঠেছে শঙ্খ বেজে,   খুলল দুয়ার মন্দিরে যে--

          লগ্ন বয়ে যায় পাছে, ভাই,   কোথায় পূজার অর্ঘ্য?।

এখন    যার যা-কিছু আছে ঘরে   সাজা পূজার থালার 'পরে,

          আত্মদানের উৎসধারায়   মঙ্গলঘট ভর্‌ গো।

আজ    নিতেও হবে, আজ   দিতেও হবে,   দেরি কেন করিস তবে--

          বাঁচতে যদি হয় বেঁচে নে,   মর্‌তে হয় তো মর্‌ গো ॥

রাগ: ইমন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): কার্তিক, ১৩১২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.