৩৫ (hay hay re hay parabasi)

                   হায় হায় রে হায় পরবাসী,

                  হায় গৃহছাড়া উদাসী।

      অন্ধ অদৃষ্টের আহ্বানে

কোথা   অজানা অকূলে চলেছিস ভাসি।

            শুনিতে কি পাস দূর আকাশে

      কোন্‌ বাতাসে সর্বনাশার বাঁশি।

ওরে, নির্মম ব্যাধ যে গাঁথে

                  মরণের ফাঁসি।

      রঙিন মেঘের তলে

গোপন অশ্রুজলে

      বিধাতার দারুণ বিদ্রূপবজ্রে

            সঞ্চিত নীরব অট্টহাসি॥

রাগ: পিলু-ভীমপলশ্রী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.