৩১ (sei jodi sei jodi)

সেই যদি সেই যদি        ভাঙিল এ পোড়া হৃদি,

        সেই যদি ছাড়াছাড়ি হল দুজনায়,

একবার এসো কাছে--    কী তাহাতে দোষ আছে।

        জন্মশোধ দেখে নিয়ে লইব বিদায়।

        সেই গান একবার গাও সখী, শুনি--

যেই গান একসনে        গাইতাম দুইজনে,

        গাইতে গাইতে শেষে পোহাত যামিনী।

চলিনু চলিনু তবে--     এ জন্মে কি দেখা হবে।

        এ জন্মের সুখ তবে হল অবসান॥

তবে, সখী, এসো কাছে। কী তাহাতে দোষ আছে।

        আরবার গাও, সখী, পুরানো সে গান॥

রাগ: গৌড়সারং

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.