৭৬ (charanrekha tabo je pothe)

চরণরেখা তব   যে পথে দিলে লেখি

চিহ্ন আজি তারি         আপনি ঘুচালে কি॥

ছিল তো শেফালিকা     তোমারি-লিপি-লিখা,

তারে যে তৃণতলে       আজিকে লীন দেখি॥

কাশের শিখা যত         কাঁপিছে থরথরি,

মলিন মালতী যে         পড়িছে ঝরি ঝরি।

তোমার যে আলোকে অমৃত দিত চোখে

স্মরণ তারো কি গো  মরণে যাবে ঠেকি॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ মার্চ, ১৯২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.