৯৪ (aji kon sure badhibo)

আজি কোন্‌ সুরে বাঁধিব          দিন-অবসান-বেলারে

দীর্ঘ ধূসর অবকাশে               সঙ্গীজনবিহীন শূন্য ভবনে।--

সে কি মূক বিরহস্মৃতি গুঞ্জরণে          তন্দ্রাহারা ঝিল্লিরবে।

সে কি বিচ্ছেদরজনীর   যাত্রী বিহঙ্গের পক্ষধ্বনিতে।

সে কি অবগুণ্ঠিত প্রেমের         কুণ্ঠিত বেদনায় সম্‌বৃত দীর্ঘশ্বাসে।

সে কি উদ্ধত অভিমানে উদ্যত উপেক্ষায়          গর্বিত মঞ্জীরঝঙ্কারে॥

রাগ: ইমনকল্যাণ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ চৈত্র, ১৩৪৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ১১ এপ্রিল, ১৯৪০

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.