৩৪৭ (tumi mor pao nai)

     তুমি মোর পাও নাই পরিচয়।

তুমি যারে জান সে যে   কেহ নয়, কেহ নয়॥

     মালা দাও তারি গলে, শুকায় তা পলে পলে,

                আলো তার ভয়ে ভয়ে রয়--

          বায়ুপরশন নাহি সয়॥

     এসো এসো দুঃখ, জ্বালো শিখা,

দাও ভালে অগ্নিময়ী টিকা।

     মরণ আসুক চুপে   পরমপ্রকাশরূপে,

               সব আবরণ হোক লয়--

                    ঘুচুক সকল পরাজয়॥

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.