১৮৭ (ohe sundar mama grihe )

ওহে     সুন্দর, মম গৃহে আজি পরমোৎসব-রাতি

     রেখেছি কনকমন্দিরে কমলাসন পাতি॥

          তুমি    এসো হৃদে এসো, হৃদিবল্লভ হৃদয়েশ,

          মম    অশ্রুনেত্রে কর' বরিষন করুণ-হাস্যভাতি॥

তব   কণ্ঠে দিব মালা,   দিব    চরণে ফুলডালা--

     আমি      সকল কুঞ্জকানন ফিরি এসেছি যূথী জাতি।

          তব পদতললীনা    আমি    বাজাব স্বর্ণবীণা--

          বরণ করিয়া লব তোমারে মম মানসসাথি॥

রাগ: মিশ্র খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ কার্তিক, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

রচনাস্থান: জোড়াসাঁকো

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.