৩০০ (ogo ke jay)

          ওগো    কে যায় বাঁশরি বাজায়ে  আমার  ঘরে কেহ নাই যে

          তারে   মনে পড়ে যারে চাই যে॥

তার           আকুল পরান, বিরহের গান,   বাঁশি বুঝি গেল জানায়ে।

আমি      আমার কথা তারে জানাব কী করে,   প্রাণ কাঁদে মোর তাই যে॥

          কুসুমের মালা গাঁথা হল না,   ধূলিতে প'ড়ে শুকায় রে।

          নিশি হয় ভোর, রজনীর চাঁদ   মলিন মুখ লুকায় রে।

              সারা বিভাবরী কার পূজা করি   যৌবনডালা সাজায়ে--

              বাঁশিস্বরে হায় প্রাণ নিয়ে যায়,   আমি কেন থাকি হায় রে॥

রাগ: রামকেলী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.