৩৯২ (keho karo mon)

কেহ কারো মন বুঝে না,   কাছে এসে সরে যায়।

সোহাগের হাসিটি কেন   চোখের জলে মরে যায়॥

     বাতাস যখন কেঁদে গেল   প্রাণ খুলে ফুল ফুটিল না,

     সাঁঝের বেলা একাকিনী   কেন রে ফুল ঝরে যায়॥

মুখের পানে চেয়ে দেখো,   আঁখিতে মিলাও আঁখি--

মধুর প্রাণের কথা   প্রাণেতে রেখো না ঢাকি।

     এ রজনী রহিবে না,   আর কথা হইবে না--

     প্রভাতে রহিবে শুধু   হৃদয়ের হায়-হায়॥

রাগ: কাফি-সিন্ধু

তাল: আড়াঠেকা

রচনাকাল (বঙ্গাব্দ): 1290

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.