১৫৪ (ke dil abar aghat)

          কে দিল আবার আঘাত আমার দুয়ারে।

এ নিশীথকালে কে আসি দাঁড়ালে, খুঁজিতে আসিলে কাহারে॥

     বহুকাল হল বসন্তদিন    এসেছিল এক অতিথি নবীন,

          আকুল জীবন করিল মগন    অকূল পুলকপাথারে॥

আজি এ বরষা নিবিড়তিমির,    ঝরোঝরো জল, জীর্ণ কুটীর--

          বাদলের বায়ে প্রদীপ নিবায়ে    জেগে বসে আছি একা রে।

অতিথি অজানা, তব গীতসুর    লাগিতেছে কানে ভীষণমধুর--

          ভাবিতেছি মনে যাব তব সনে    অচেনা অসীম আঁধারে॥

রাগ: কেদারা

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১২ আশ্বিন, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

রচনাস্থান: শিলাইদহ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.