৩৭ (kata katha tare chhila balite)

          কত   কথা তারে ছিল বলিতে।

          চোখে চোখে দেখা হল পথ চলিতে॥

     বসে বসে দিবারাতি    বিজনে সে কথা গাঁথি

          কত যে পুরবীরাগে কত ললিতে॥

     সে কথা ফুটিয়া উঠে কুসুমবনে,

সে কথা ব্যাপিয়া যায় নীল গগনে।

     সে কথা লইয়া খেলি    হৃদয়ে বাহিরে মেলি,

          মনে মনে গাহি কার মন ছলিতে॥

রাগ: রামকেলী-ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ জ্যৈষ্ঠ, ১৩০১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1894

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.