২৮৬ (ami elem tari)

আমি    এলেম তারি দ্বারে,    ডাক দিলেম অন্ধকারে    হা রে॥

     আগল ধরে দিলেম নাড়া--  প্রহরে গেল, পাই নি সাড়া,

          দেখতে পেলেম না যে তা রে   হা রে॥

তবে    যাবার আগে এখান থেকে    এই    লিখনখানি যাব রেখে--

     দেখা তোমার পাই বা না পাই    দেখতে এলেম জেনো গো তাই,

          ফিরে যাই সুদূরের পারে  হা রে॥

রাগ: বৃন্দাবনী সারং

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ডিসেম্বর, ১৯২১

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.