৩৯৫ (amar jete sore na mon)

              আমার   যেতে সরে না মন--

তোমার দুয়ার পারায়ে     আমি     যাই যে হারায়ে

              অতল বিরহে নিমগন॥

চলিতে চলিতে পথে   সকলই দেখি যেন মিছে,

     নিখিল ভুবন পিছে ডাকে অনুক্ষণ॥

          আমার      মনে কেবলই বাজে

তোমায়     কিছু দেওয়া হল না যে।

     যবে চলে যাই     পদে পদে বাধা পাই,

              ফিরে ফিরে আসি অকারণ॥

রাগ: কাফি

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1346

রচনাকাল (খৃষ্টাব্দ): জুন, ১৯৩৯

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.