৩৬৭ (akhano tare choke)

     এখনো তারে চোখে দেখি নি, শুধু বাঁশি শুনেছি--

          মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি॥

                   শুনেছি মুরতি কালো   তারে না দেখা ভালো।

          সখী, বলো আমি জল আনিতে যমুনায় যাব কি॥

শুধু স্বপনে এসেছিল সে,   নয়নকোণে হেসেছিল সে।

          সে অবধি, সই, ভয়ে ভয়ে রই-- আঁখি মেলিতে ভেবে সারা হই।

              কাননপথে যে খুশি সে যায়,   কদমতলে যে খুশি সে চায়--

                   সখী, বলো আমি আঁখি তুলে কারো পানে চাব কি॥

রাগ: ইমনকল্যাণ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1300

রচনাকাল (খৃষ্টাব্দ): 1893

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.