২১ (shushkataper doityopurer dwar)

     শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব'লে,

     রাজপুত্র, কোথা হতে হঠাৎ এলে চলে॥

সাত-সমুদ্র-পারের থেকে     বজ্রস্বরে এলে হেঁকে,

     দুন্দুভি যে উঠল বেজে বিষম কলরোলে॥

     বীরের পদপরশ পেয়ে মূর্ছা হতে জাগে,

     বসুন্ধরার তপ্ত প্রাণে বিপুল পুলক লাগে।

মরকতমণির থালা     সাজিয়ে গাঁথে বরণমালা,

     উতলা তার হিয়া আজি সজল হাওয়ায় দোলে॥

রাগ: কেদারা

তাল: দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.